Tuesday, July 1, 2014

যাচ্ছে চলে, যাবে চলে এভাবেই

অনেক কঠিন কিছু আমার মাথায় ঢুকলেও, মানুষের মন আমি বুঝতে পরেই না। বরই কঠিন লাগে জিনিষটা। আমি সব সময় এক রকম ই  থাকি। সময়ের সাথে সাথে আমি আমার কন্ঠ, কথা বলার ধরন কে পরিবর্তন করতে পারি না। সেই জন্য হয়ত কেউ আমার আনন্দ বুঝতে পারে না, আমার কষ্ট ও বুঝতে পারে না। অভিনয় জিনিসটাও শিখা দরকার ছিল হয়ত। তাহলে হয়ত দিন শেষ এ আজ আমাকে এত একা থাকতে হত না। আমার পাশেও কাউকে না কাউকে পেয়েই  যেতাম। বলতে, ভাবতে কষ্ট হয়। কিন্তু এটাই সত্যি। নিজেকে বিসর্জন দিয়ে আজ আমি খুব খুব একা। কেউ নেই আমার পাশে, একজন ও নেই।

যাচ্ছে চলে, যাবে চলে এভাবেই।

No comments:

Post a Comment